স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ড্রাইভিং লাইসেন্সবিহীন, অপ্রাপ্ত বয়সের চালক, বেপরোয়া গাড়ি চালানো, ফিটনেসবিহীন ও মেয়াদ উর্ত্তীণ গাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭২টি মামলায় ৩৪,৪০০ টাকা জরিমান আদায়।
৪ আগস্ট চাঁদপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শওকত ওসমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আব্দুল্লাহ-আল-মাহামুদ জামান, সদর উপজেলা নির্বাহী কানিজ ফাতেমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুর রহমান ও বিআরটিএ এর সহকারি পরিচালক(ইঞ্জিঃ) শেখ মোঃ ইমরান।
চাঁদপুর বিআরটিএ অতিরিক্ত দ্বায়িত্ব প্রাপ্ত মোটরযান পরির্দষক জিয়া উদ্দিন জানান,লাইসেন্সবিহী অপ্রাপ্ত বয়সের চালক দ্বারা বেপরোয় গাড়ি চালনো অপরাধে ৭২ টি গাড়ির বিরুদ্ধে মামল করে ৩৪’হাজার ৪’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া একটি মোটর সাইকেলের কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে। রাস্তায় চলাচলকারি প্রতিটি গাড়ির কাগজপত্র পরীক্ষ-নিরীক্ষ করা হয়েছে। মোটর অধ্যাদেশে মামলা করা হয়েছে। তিনি আরো জানান, জেলা প্রশাসক ভ্রাম্যমান আদালত পরিচালনান সময় উপস্থিত থেকে দিক নিদের্শনা দিয়েছেন।