স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ মজিদ সর্দার বাড়ীতে খরিদকৃত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে পৌরসভার ৪নং ওয়ার্ডে সম্পত্তি দখলে নিতে মিন্টু গংরা বাউন্ডারি টেনশেড উচ্ছেদ করার চেষ্টা করে। ভুক্তভোগী হেলাল মিয়া বলেন, ১৮ বছর আগে সাড়ে তিন শতাংশ সম্পত্তি ক্রয় করেন তারা।
সম্পত্তি ক্রয় করার ছয় বছর পর গাছ লাগান। টিন সেড দিয়ে বাউন্ডারি টেনে রাখেন। হঠাৎ করে একই বাড়ির খোকন, রিপন, খোরশেদ, মিন্টু বাউন্ডারি উচ্চেদ করে জায়গা দখল করে নিতে চান। তিনি আরো জানান, ১৮ বছর আগে সাড়ে তিন শতাংশ সম্পত্তি আলেয়া সামছুনাহার থেকে খরিদ করেন। দুষ্কৃতকারীরা এখন বলছেন এটা তাদের সম্পত্তি। এতো বছর তারা কোথায় ছিলো ।
এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হেলাল মিয়া গংরা। জানতে চাইলে মিন্টু গংরা বলেন, ওই সম্পত্তি তাদের পৈত্রিক সম্পত্তি।