মৈশাদীতে কৃষকদের মঝে টেকনোলজি শেয়ারিং প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ।। চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ (এনএটিপি-২) এর আওতায় সি, আই, জি ও নন সি, আই জি, কৃষকদের মধ্যে টেকনোলজি শেয়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় মৈশাদী ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীল আতিয়া পারভীন।

এ সময় তিনি বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, দেশের কৃষি প্রদ্ধতিতে এগিয়ে নেওয়ার জন্য সরকার ব্যাপক প্রদক্ষেপ হাতে নিয়েছে। কৃষকদের কৃষি কাজে বেশি বেশি উৎসাহী হওয়ার জন্য স্বল্প সুধে কৃষি ঋনের ব্যবস্থা করে দিয়েছে। আধুনিক যন্ত্রাংশের মাধ্যমে কৃষি কাজে ডিজিটালের ছোয়া লেগেছে।

তিনি বলেন, দেশের কৃষি জমি দিন দিন কমে আসছে। তাই সরকার এক জমিতে অধিক ফসল পলানোর জন্য বেশি বেশি প্রদক্ষেপ হাতে নিয়েছে। আগে যেখানে সার বিজের জন্য কৃষকদের বেশি বেশি টাকা গুনতে হয়েছে। সেখানে সরকার কৃষি ক্ষেত্রকে এগিয়ে নেওয়ার জন্য স্বল্প টাকায় সার বিজ সরবরাহ করে আসছে। এ ছাড়া ও সরকার কৃষকদের জন্য বিনা মূল্যে সার বিজের ও ব্যবস্থা করেছে। সরকার কৃষকদের সকল দাবি বেশি বেশি মেনে নিচ্ছে।

তিনি বলেন, কৃষি কাজ করতে গিয়ে কোন কৃষক যদি সমস্যার সমুক্ষিন হন, তাহলে সাথে সাথে কৃষি বিভাগকে জানাবেন। জানালেই কৃষি বিভাগ দ্রæত সেখাগে গিয়ে সমস্যা সমাধানের পদ দেখাবে। যদি ও কৃষি বিভাগে লোকবল কিছুটা সংকট রয়েছে, তাতে ও কোন প্রকার সমস্যা হবে না। চাঁদপুর সদর উপজেলার একজন দক্ষ কৃষি অফিসার রয়েছে। তিনি সার্বক্ষনিক কৃষকদের সেবা দেওয়ার জন্য মাঠ পর্যায়ে চষে বেড়াচ্ছে। তার অধিনস্থ সকল কর্মকর্তাকে প্রতিনিয়ত মাঠ প্রর্যায়ে কৃষকদের সাথে কাজ করার জন্য নির্দেশ প্রদান করছে। তিনি এক সফল কৃষি কর্মকর্তা হিসেবে ইতিমধ্যে চাঁদপুরে সবার কাছে পরিচিতি লাভ করেছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা খোকন চন্দ্র কর্মকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি অফিসার আবদুল করিম, আঃ রশিদ,স্মিগ্ধা রায়, ইউপি সচিব আব বকর মানিক, প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম, শিল্পী বেগম, হাকিম গাজী, ওয়ার্ড মেম্বার ফারুক সরকার, কালাম বেপারী, মোশারফ হোসেন, সেলিম, আবুল হোসেন মনা, দেলোয়ার হোসেন, বজলুল গনি জিলন, বারেক খান প্রমুখ

একই রকম খবর

Leave a Comment