চাঁদপর খবর রিপোর্ট : চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে বুধবার (২৩ মে) সদর উপজেলার পাইকদি এলাকা থেকে সাজা প্রাপ্ত আসামী মা. আব্দুল গাফফারকে আটকক করেছে।
আটককৃত গাফফার, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদি গ্রামের মৃত জালাল উদ্দিন খানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ’র নেতৃত্বে উপ-পরিদর্শক( এএসআই) অলি আহাদ, উপ-পরিদর্শক( এএসআই) নিজাম উদ্দিন, উপ-পরিদর্শক( এএসআই) আবু হানিফসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী মো. আব্দুল গাফফারকে আটক করেছে। সে বিভিন্ন মামলায় পলাতক থাকা ওয়ারেন্ট ভূক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়।