স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জানা যায়, ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক প্রতিনিধি প্রার্থী হতে চেয়েছিলেন মোঃ কুদ্দুস সরকার (ভোটার নং ২৪১)। ভোটার তালিকায় নাম থাকা সত্বেও নির্বাচনে তাঁর প্রার্থীতা বাতিল করা হয়। পরে প্রার্থীর বৈধতা চেয়ে তিনি গত ২০ মে চাঁদপুরের জেলা যুগ্ম জজ ১ম আদালত আবেদন করেন।
মোঃ কুদ্দুস সরকার বলেন, আমার আবেদনের প্রেক্ষিতে আদালত জবাব ও আপত্তি শুনানী না হওয়া পর্যন্ত ম্যনেজিং কমিটির নির্বাচনের কার্যক্রমের উপর স্থগিতাদেশ প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন বলেন, আদালত আমাদেরকে ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলেছেন। ২৩ মে নির্বাচন হওয়র কথা ছিল, কিন্তু বুধবার (২২ মে) আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা পত্র পাওয়ার পর নির্বাচন কার্যক্রম বন্ধ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার আব্দুর রহিম খাঁন বলেন, আদালতের নোর্টিশ প্রাপ্তির পর নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আইনগত ও নিয়মতান্তিকভাবে পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, ২৫ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। ৫ থেকে ৭ মে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলে শেষ দিন ছিল। ৮ মে মনোনয়নপত্র বাছাই ও ১১ মে প্রত্যাহার এবং ১২ মে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।