মতলব দক্ষিণ প্রতিনিধি :মতলব দক্ষিণ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে কারাগারে গেলেন হুমায়ুন কবির পাটোয়ারী (৫০) নামে প্রাথমিক এক শিক্ষক। তিনি উপজেলার চরপয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার দেলদিয়া গ্রামের মমতাজ উদ্দিন পাটোয়ারীর ছেলে হুমায়ুন কবিরের সাথে তাঁর বিদেশ ফেরত চাচাতো ভাই আবুল বাশার পাটোয়ারীর জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে।
ওই বিরোধের জেরে গত রবিবার (২৭ নভেম্বর) গভীর রাতে আবুল বাশার পাটোয়ারীকে ফাঁসানোর লক্ষ্যে কৌশলে তাঁর বসত ঘরের খাটের নিচে ৪০ পিস ইয়াবা বড়ি রেখে আসে হুমায়ুন কবির পাটোয়ারী।
পরে আবুল বাশার পাটোয়ারীর ঘরে ইয়াবা ট্যাবলেট আছে জানিয়ে পুলিশক খবর দেন হুমায়ুন। পুলিশ ওই বসতঘর থেকে ৪০ পিস ইয়াবা বড়ি জব্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের দুজনকেই থানায় নিয়ে আসে।
সূত্রটি আরও জানায়, থানায় আনার পর জিজ্ঞাসাবাদে পুলিশ আসল ঘটনা জানতে পারে। শিক্ষক হুমায়ুন কবির পাটোয়ারীও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশকে তাঁর চাচাতো ভাইকে (আবুল বাশার) ইয়াবা দিয়ে ফাঁসানোর কথা স্বীকার করেন। পরে পুলিশ বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। অন্যদিকে জিজ্ঞাসাবাদের জন্য আবুল বাসার পাটোয়ারী কে পুলিশ এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাদের হেফাজতে রাখে বলে জানা যায়।
আবুল বাশার পাটোয়ারী অভিযোগ করে বলেন, একজন শিক্ষক হয়েও তাঁর ওই চাচাতো ভাই আমসকে ফাঁসানোর জন্য আমার ঘরে ইয়াবা রেখে দেন। এটি একটি ঘৃণ্য কাজ। জমির বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটিয়েছেন তিনি। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
অভিযুক্ত হুমায়ুন কবির কে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করার কারণে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে এই বিষয়ে তার পরিবারের সদস্যরাও কোনো কথাও বলতে রাজি হননি।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই শিক্ষককে আসামি করে থানায় মামলা হয়েছে ।বিকেলে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে প্রেরণ করা হয় ।