মতলবে উপাদী উত্তর ইউনিয়নে উপনির্বাচনে মেম্বার প্রার্থী ৮ জন

সমির ভট্টাচার্য্য : মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রার্থী হলেন ৮ জন। গত ২৮ ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওই ওয়ার্ডের উপনির্বাচনে ৮ জন প্রার্থীরা হলেন আমির হোসেন সরকার (প্রতীক বৈদ্যুতিক পাখা), বিল্লাল হোসেন (প্রতীক টিউবওয়েল), মজিব প্রধান (প্রতীক ফুটবল), ইকবাল হোসেন মিয়াজি (প্রতীক আপেল), মোঃ জয়নাল হোসেন (প্রতীক মোড়ক), মোঃ ফয়েজ আহমেদ সবুজ (প্রতীক ভ্যান গাড়ি), মোঃ মোস্তফা কামাল (প্রতীক তালা) এবং মোঃ শাজাহান বেপারী (প্রতীক ঘুড়ি)। এই ওয়ার্ডের মোট ভোটার ২ হাজার ৮শত ৩৮ ।

যার মধ্যে পুরুষ ভোটার ১৪শত ৩৯ এবং মহিলা ভোটার ১৩ শত ৯৯ । আগামী ১৬ ই মার্চ সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৪ পর্যন্ত ইভিএমের মাধ্যমে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য এই ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রধান (৬৭) গত ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করায় এ ওয়ার্ডটি শুন্য হয় ।

একই রকম খবর