সমির ভট্টাচার্য্য : মতলব দক্ষিনে কাভারভ্যানের ধাক্কায় এক ভ্যান আরোহী নিহত ও দুই জন আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে উপজেলার ভাংগারপুল এলাকায় ।
গত ১১ আগষ্ট বৃহস্প্রতিবার রাত ৯ টার সময় মতলব পৌরসভার ৯নং ওয়ার্ডের ভাংগারপুল একালায় একটি কাভারভ্যান ঢাকা মেট্রো -ট ২০-৬৫৪৭ একটি ভ্যান গাড়ীকে ধাক্কা দিলে ভ্যানগাড়ীতে থাকা চালকসহ তিনজন ছিটকে পড়ে যায় । এদের মধ্যে দক্ষিণ দিঘলদী গ্রামের মৃত আমির হোসেন মিয়াজীর ছেলে দিন মুজুর দুলাল মিয়াজী (৫৫) গুরতর আহত হয়। আশপাশের লোকজন আহতকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন । ভ্যান চালকসহ অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ।
পরে আহত দুলাল মিয়াজীকে এ্যাম্ভুলেন্স যোগে ঢাকা নেওয়ার পথে মুন্সীরহাট বাজার এলাকায় সে মৃত্যু বরন করেন । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসেন ।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়াকে জানালে তিনি তাৎক্ষণিক থানার এসআই মোস্তফাকে ঘটনাস্থলে পাঠিয়েছি ।
মতলবে কাভারভ্যানের ধাক্কায় নিহত দুলাল মিজি নিহত ।