মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার লক্ষীপুর গ্রামে রোববার (২৬ মে) ইফতারের পূর্বে বৈদ্যোতিক সর্ট সার্কিটে সৃষ্ট অগ্নিকান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিলন বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে ইফতারের পূর্বে উপজেলার নারায়রপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মজুমদার বাড়ির মোস্তফা মিয়ার বসত ঘরে বৈদ্যোতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সৃষ্টি হয়।
এসময় মিলন বেগম স্টিলের আলমিরা থেকে রক্ষিত স্বর্ণালংকার আনতে গেলে গ্যাস সলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনি জ্বলসে গিয়ে ঘটনা স্থলেই মারা যান। অগ্নিকান্ডের খবর শুনে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহায়তায় আগুন নিভাতে সক্ষম হয় এবং অগ্নিকান্ডে নিহত মিলন বেগমের লাশ উদ্বার করে।
অগ্নিকান্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ওসি একেএমএস ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়াও ওই ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার ঘটনাস্থল গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে সান্তনা দেন।