মতলব দক্ষিণ সংবাদদাতা: মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামে বিলের জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের জন্য দুটি অবৈধ ড্রেজারের পাইপ বিনষ্ট করে সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বৃহস্পতিবার (৪ আগষ্ট) অভিযান পরিচালনা করেন মতলব দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া।
মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা প্রদান করেন থানা পুলিশের সদস্যবৃন্দ। উপজেলার ফসলি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।