গোলাম সারওয়ার সেলিম : মতলব পৌর এলাকার পূর্ব কলাদী এলাকার ঝমঝম খালে বন্ধুদের সাথে গোসল করতে পানিতে ডুবে পিয়াস সাহা (১৪) নামে এক প্রতিবন্ধী শিশু মৃত্যুবরণ করেছে। গত বুধবার ১ মে দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানায়, ঐ দিন প্রতিবন্ধী শিশু পিয়াস সাহাসহ বেশ কয়েকজন বন্ধু মিলে দুপুরে গোসল করতে ঝমঝম খালে যায়। গোসল করার এক পর্যায়ে বন্ধুদের অগোচরে সে খালের মাঝ খানে চলে যায়। অন্যন্যরা গোসল শেষে ফিরে আসলেও প্রতিবন্ধী পিয়াসের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা খালের পাড়ে এসে তার জুতা ও কাপড় দেখতে পায়। প্রতিবন্ধী শিশুকে খোঁজতে প্রথমে আত্মীয় স্বজন ও স্থানীয়রা চেষ্টা চালায়।
পরে মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ডুবুরী দল এসে শিশুটির লাশ পানি থেকে উদ্ধার করে।
পিয়াসের মা চন্দনা রানী সাহা বলেন, স্বামীর সংসার ছেড়ে একমাত্র ছেলেকে নিয়ে বাপের বাড়ীতে থাকি। তাকে সব সময় চোখে চোখে রাখতাম। এখন আমার সব শেষ হয়ে গেছে।