মতলবে পুলিশের অভিযানে গরু উদ্ধার : চোর আটক

মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণে চুরি হওয়ার ১ ঘন্টার মধ্যে গরু উদ্ধার ও চোর সবুজ গাজী (৩০) কে আটক করেছে পুলিশ।

১৭ আগষ্ট মধ্য রাতে মধ্য দিঘলদী গাজী বাড়ীতে চুরির ঘটনাটি ঘটে। আটক সবুজ দক্ষিণ দিঘলদী গ্রামের ইউসুফ গাজীর ছেলে।

পুলিশ জানায়, রহিম গাজীর ছেলে আপন গাজীর খামার থেকে ওইদিন রাত আনুমানিক ২টায় একটি মূল্যবান (ষাড়) গরু নিয়ে পালিয়ে যায় চোরচক্র। সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবালের নেতৃত্বে এলাকাবাসীর সহযোগীতায় অভিযান চালিয়ে চুরি হওয়ার ১ ঘন্টার মধ্যেই গরুটি উদ্ধার এবং চোরচক্রের সদস্য সবুজ গাজীকে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে চোরচক্রের হোতা দক্ষিণ দিঘলদী গ্রামের মোতালেবের ছেলে মো. আবু তাহের (৩২) ও মধ্য দিঘলদী গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মো. রাকিব (২০) পালিয়ে যায়।  থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল বলেন, উদ্ধারকৃত গরুটি মালিক আপন গাজীর জিম্মায় দেয়া হয়। এদিকে আটককৃত চোর সবুজ গাজীসহ ৩ জনের বিরুদ্ধে থানায় চুরি মামলা হয়েছে।

একই রকম খবর

Leave a Comment