মতলব দক্ষিণ প্রতিনিধি ॥ মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রথ যাত্রায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিশির নন্দি (৩৩) নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২৫জন।
১৪ জুলাই বিকেল আনুমানিক ৫টায় রথ টান দেওয়ার সময় রথ মন্দিরের নিশানার সাথে বৈদ্যুতিক তার লেগে এ ঘটনা ঘটে। নিহত শিশির নন্দি মতলব দক্ষিণ উপজেলার নায়েগাঁও গ্রামের হারাধন মাষ্টারের ছেলে এবং বকচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে রথ টান দেওয়ার সময় স্টিলের তৈরি রথমন্দিরের উপরে থাকা নিশানা বিদ্যুতের তারের সাথে লাগার সাথে সাথে রথে থাকা ভক্তগন আশে পাশে ছিটকে পরে যায়। এতে শিশির নন্দি (৩৩), সুখরঞ্জন (৪৫), নিমাই (২৮), সুজন সরকার (১৮), পরিমল (৩২), চন্দন (২৫) সহ কমপক্ষে ২৫জন আহত হয়।
আহতদের মধ্যে শিশির নন্দির অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।