মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরের একটি প্রাইভেট হাসপাতালে জন্ম নেওয়া জোড়া মাথাযুক্ত শিশুটি মৃত্যু বরণ করেছে। জন্মের ২৪ ঘন্টার মধ্যে নিজ বাড়িতে মৃত্যু হয় আলোচিত এই জোড়া মাথার শিশুর।
পারিবারিক সূত্রে জানা যায়, জোড়া মাথা নিয়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটিকে হাসপাতাল কতৃপক্ষ জন্মের পরদিন সকালে বাড়ি পাঠিয়ে দেয়। যদিও শিমুটির মা ওই সময় হাসপাতালেই ভর্তি ছিলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর ১৯ আগষ্ট ভোর রাতে শিশুর মৃত্য হয়।
এদিকে শিশুটির জন্মের পর হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছিল যে, জোড়া মাথাযুক্ত শিশুর অবস্থা ভালো, ব্যতিক্রম কিছু ঘটলে তারা ঢাকায় রেফার করার ব্যবস্থা করবে। কিন্তু তারা শিশুটির উন্নত চিকিৎসার কোন ব্যবস্থা না করেই বাড়িতে পাঠিয়ে দেয় বলে জানান পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ১৮ আগষ্ট উপজেলার নারায়নপুর বায়েজিদ মেমোরিয়েল হাসপাতালে প্রসবজনিত ব্যাথা নিয়ে ভর্তি হন কচুয়া উপজেলার তুলপাই গ্রামের প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী নাছরিন (২৩)। পরে বিকালে ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মিথুন, ডাঃ সারমিন ও ওমর ফারুকের তত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়া মাথা যুক্ত শিশুটির জন্ম হয়।