চাঁদপুর খবর রির্পোট: বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তর মতলব উপজেলার থানা রোড এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল ১৩সেপ্টেম্বর (মঙ্গলবার) চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে ১টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে।
মূল্য তালিকা না থাকায় এবং রিজেন্ট এর মেয়াদ উত্তীর্ণ থাকার দরুন সাকিব ডায়াগনস্টিক সেন্টারকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে মতলব দক্ষিণ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন। সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়েছে।