মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে কৃষি জমির উপর নিষেধাজ্ঞা জারি

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড়ে ১৮ শতাংশের একটি জমির উপর দিয়ে জোড়পূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে জমিতে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার রাস্তাটির আওতায় জমির মালিকদের সাথে আলোচনা না করেই কৌশলে নতুন ওই রাস্তাটি নির্মাণ করেন বলে অভিযোগ ভুক্তভোগী জমির মালিকদের।

রাস্তা নির্মাণকে কেন্দ্র করে জমির মালিক উপজেলার মিলারচর গ্রামের মো. তোফাজ্জল হোসেনের সাথে হানিরপাড় গ্রামের ইউপি সদস্য মো. বাশার, মুজাম্মেল, রবিউল তাতী, আক্কাস প্রধান নিজাম উদ্দিনের বিরোধ চলে আসছিল।

এরই প্রেক্ষিতে জমির মালিক মো. তোফাজ্জল হোসেন জমিতে অনাধিকার প্রবেশ, বেদখল, ভূমির আকার আকৃতি পরিবর্তন, গৃহাদি নির্মাণ, জবরদখল নেয়ার অভিযোগে বাদি হয়ে গত ৭ ফেব্রুয়ারী চাঁদপুর কোর্টে ফৌ. কা. বি. আইনের ১৪৫ ধারায় আদালতে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা দায়ের করলে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা নালিশী জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করেন।

এবং অস্থায়ী স্থিতাবস্থা বজায় রাখতে মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জকে আদেশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ভূমির দখল বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রদানে আদেশ দেন। মামলা নং ২০০/২২৩, স্মারক নং ২৫৩।

তফসীল বর্ণিত ভূমি মতলব উত্তর উপজেলাধীন সাবেক ৬১ নং হাল ৬৬ নং নীলেরচর মৌজার সিএস-৪৭১, এসএ-৩৭২, বিএস-১৬৬৩/২৩৭৫ খতিয়ানে সাবেক ২৩৪১ হাল বিএস-৪১৬৮ দাগে মোট .১৮ শতক। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন ওই কৃষি জমির মালিকরা।

জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে (২০২২-২৩ অর্থবছরে) নুর আলম বেপারীর বাড়ি থেকে আব্বাস প্রধানের বাড়ি হইয়া মুজাম্মেলের বাড়ী পর্যন্ত (টিআর) সরকারি বরাদ্দে নতুন রাস্তা নির্মাণ করা হয়।

প্রকল্প বাস্তবায়ন কমিটির সেক্রেটারী ইউপি সদস্য আবুল বাশার জানান, রাস্তার অভাবে ওখানে কয়েকটি পরিবার দুর্বিষহ জীবন যাপন করত। এখন তাদের কোনো রকম একটি চলার পথ তৈরি হয়েছে। জমির মালিকদের উপস্থিতেই রাস্তা নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।

মতলব উত্তর থানার সাব ইন্সপেক্টর সঞ্জয় দাস জানান, বিজ্ঞ আদালতের প্রেরিত নেটিশ প্রতিপক্ষকে দিয়ে এসেছি। শান্তি শৃঙ্খলা রক্ষায় উভয়পক্ষকে স্থিতিবস্থা বাজায় রাখতে বলা হয়েছে।

একই রকম খবর