মুহাঃ সাজ্জাদ হোসেন মতলব উত্তর থেকেঃ মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
৫ জুলাই রোজ শুক্রবার বিকেল ৪ টায় গজরা বাজার মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সানা উল্লা মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ওহেদুজ্জামান সরকারের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি ৷
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন পূরণ করা বাংলার মানুষকে একটি সুখী-সমৃদ্ধ দেশ উপহার দেয়াই হলো শেখ হাসিনা সরকারের লক্ষ্য ৷
তিনি বলেন: দেশের মানুষ যা কিছু অর্জন করেছে তা অর্জিত হয়েছে ত্যাগের মধ্য দিয়ে। বাংলাদেশের মানুষ যা অর্জন করেছে তা মহান ত্যাগের মধ্য দিয়েই করেছে। বাঙালি রক্তের বিনিময়েই তাদের দাবি অর্জন করেছে। আর এক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আধুনিক উন্নত দেশ বিনির্মানে কাজ করেছেন তিনি ৷
তিনি আরো বলেন- বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং জননেত্রী শেখ হাসিনা অ ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আওয়ামীলীগকে গুছিয়ে এনে একে একে চারবার ক্ষমতায় এসে জনগনের উন্নয়নে কাজ করে সারা বিশ্বে বাংলাদেশকে রুল মডেল হিসেবে গড়ে তুলছেন ৷যারা এক সময় ক্ষুদা,দারিদ্র ও অনুন্নাত দেশ হিসেবে জানত তারাই আজ আমাদের দেশের উন্নয়ন দেখে বাংলাদেশকে বাহবা দিচ্ছে ৷
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সহসভাপতি শহীদ উল্লা মাস্টার , যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আয়ুব আলী গাজী, সহ সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাজাহান প্রধান , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ দর্জি ৷
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোনয়ারুল ইসলাম,সদস্য রাদা সাম,শ্রমিক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আলি আকবর , উপজেলা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক এডভোকেট মহাসিন মিয়া মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক বাদশা সাওয়ন, শাহাবাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, ধানমন্ডি থানা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম খোকন, উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ ইয়ার হোসেন,দপ্তর সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ছাত্রলীগের সাবেক আহব্বায়ক এডভোকেট মোঃ জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, ছেংগারচর পৌর ছাত্রলীগ নতা মোঃ মাহিন হোসাইন ( সৈকত) সুজন, সিহাব প্রমুখ ৷
আলোচনা শেষে মিলাদ মাহফিল দোয়া ও কেক কাটা হয় ৷ উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ৷