মতলব উত্তরে জাতীয় শোক সভায় ত্রাণ মন্ত্রী মায়া

মুহা. সাজ্জাদ হোসেন: মতলব উত্তর উপজেলায় ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সারাদেশের ন্যায় মতলব উত্তর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রালীগ ও সহযোগী সংগঠন, কলেজ, স্কুল, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। শোক দিবসের বিভিন্ন কার্যক্রম উদ্বোধন করেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেন, বঙ্গবন্ধু আমাদের চেতনার আলোকশিখা, প্রেরণার সুউচ্চ মিনার। তাঁর নেতৃত্বেই বাঙালী পেল প্রথমবারের মতো একটি দেশ, জাতীয় সংগীত আর জাতীয় পতাকা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে মাত্র সাড়ে তিন বছরে উন্নতির পথে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশের পর্যায়ে পৌঁছে যেতো। স্বাধীনতার বিরোধী শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশে কায়েমী স্বার্থ প্রতিষ্ঠা করতে চেয়েছিলো। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বাঙালি বঙ্গবন্ধু হত্যার শোককে শক্তিতে পরিণত করেছে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। উন্নয়নের অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে নিরন্তর কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। মন্ত্রী বুধবার সকালে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক আয়োজিত শোকসভায় এসব কথা বলেন।

মোহনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আ. হাই প্রধানের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, আ’লীগ নেতা বোরহান উদ্দিন মিয়া, যুবলীগ নেতা কাজী মিজান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোসাদ্দেক হাওলাদার মামুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম ডাবলু, শাহীন চৌধুরী, ওয়ালী উল্লাহ অলি, যুবলীগ নেতা খোরশেদ আলমসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ভ্রাতৃপতিম সংগঠনির নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসন:

১৫ আগস্ট সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এ উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
সহকারি শিক্ষা অফিসার মো. মাহফুজ মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, মতলব উত্তর পল্লী বিদ্যুতের ডিজিএম নূরুল আমিন ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর থানার এএসআই শাহাদাত হোসেন, ছাত্র সাইফ খান, তানজিদ সরকার প্রমুখ।

ছেঙ্গারচর পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন:

বুধবার সকালে ছেঙ্গাচর পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ৪নং ওয়ার্ডের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস, ছেঙ্গারচর পৌর মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম জজ, অলিউল্লাহ সরকার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী। সভাপতিত্ব করেন পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মনির হোসেন বেপারী ও সভা পরিচালনা করেন ছেংগারচর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন। এরপর মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ অংশগ্রহন করেন । দোয়া শেষে কাঙালি ভোজ বিতরণ করা হয়।

বাগানবাড়ী আইডিয়েল একাডেমি :

বুধবার সকালে বাগানবাড়ী আইডিয়েল একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ও শোক র‌্যালি বের করা হয়। এরপর সভাকক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর জীবনীর উপর গল্প ও ছড়া প্রতিযোগীতা, শোক সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আব্দুল আজিজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মো. শাখাওয়াত হোসেন, মো. তুহিন, এসএম জিয়াউল হক, আনোয়ার হোসেন, আলাউদ্দিন, আল-আমিন, আজিজুল ইসলাম প্রমুখ। এসময় সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জহিরাবাদ আওয়ামীলীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন মল্লিক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিপন মল্লিক, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন দেওয়ানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

বাহাদুরপুর আ.লীগ ও সহযোগী সংগঠন:

বুধবার দুপুরে মোহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাহাদুরপুরে বাবুল মেম্বারের নেতৃত্বে শোক সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। সভা শেষে কাঙালি ভোজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- লনি সিকদার, নান্নু মিজি, মানিক মিজি, রসুল বেপারী, বারেক বেপারী, আমিন কবিরাজ, আলমগীর কবিরাজ, দুলাল কবিরাজ, বাবলু প্রধান, মফিজ, হুমা বেপারী, মুনছুর মিজি, আবু প্রধানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

কলাকান্দা ইউপির ৩নং ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠন :

বৃহস্পতিবার সকালে কলাকান্দা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলামের নেতৃত্বে শোক সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি কাঙালি ভোজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

কলাকান্দা ইউপির ২নং ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠন :

বৃহস্পতিবার সকালে কলাকান্দা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. মোহন ছৈয়ালের নেতৃত্বে শোক সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি কাঙালি ভোজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, ইউনিয়ন আ’লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা, আ’লীগ নেতা আবদেল নাসির, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ও ইউপি মহিলা সদস্য সাবিনা ইয়াছমিন স্বপ্না, ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ড (শিকিরচর) আ.লীগ ও সহযোগী সংগঠন :

বৃহস্পতিবার সকালে ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডে শিকিরচরে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী ও কাউন্সিলর আবদুল সালাম খানের নেতৃত্বে শোক সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি কাঙালি ভোজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- আ’লীগের সাবেক কাউন্সিলর খোকন প্রধান, পৌর আ’লীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম অপুসহ ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠন ও ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় :

বৃহস্পতিবার দুপুরে ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ড আ’লীগ, সহযোগী সংগঠন ও ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি কাঙালি ভোজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র আলাহাজ্ব রুহুল আমিন মোল্লা, প্রবীন আ’লীগ নেতা হাজী অলিউল্লাহ সরকার, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, আ’লীগ নেতা জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, সাবেক সহ-কমান্ডার (সাংগঠনিক) গোলাম হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল সরকার’সহ ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠন:

বৃহস্পতিবার দুপুরে ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ড আ’লীগ, সহযোগী সংগঠন শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি কাঙালি ভোজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর আবদুল মান্নান বেপারী, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, যুবলীগ নেতা আল-আমিন’সহ ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠন:

বৃহস্পতিবার দুপুরে ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ড আ’লীগ, সহযোগী সংগঠন শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি কাঙালি ভোজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবদুল হাকিম মিয়াজী, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া’সহ ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড আ.লীগ, সহযোগী সংগঠন ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় :

বৃহস্পতিবার দুপুরে ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড আ’লীগ, সহযোগী সংগঠন ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি কাঙালি ভোজ বিতরণ করা হয়।
কাউন্সিলর আল-আমিন সরকারের উদ্যোগে শোক সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আ’লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ, মেয়র রফিকুল আলম জজ, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন প্রমুখ। এ সময় ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment