মতলব উত্তরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত ২১ জনকে ওসির অভিনন্দন

মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলা থেকে ৮ জন মহিলা ও ১৩ জন পুরুষসহ মোট ২১ জন বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকুরি পাচ্ছেন। পুলিশের সর্বশেষ নিয়োগে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত ২১ জন পুলিশ সদস্যকে মতলব উত্তর থানার ওসি মোঃ মিজানুর রহমান শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গত ৮ জুলাই পুলিশ ওই ২১ জনের বাড়ি বাড়ি গিয়ে তিনি মিষ্টি মুখ করান ও ফুলেল শুভেচ্ছা জানান।

ওসি মিজানুর রহমান বলেন, মতলব উত্তর থেকে কনস্টেবল পদে ২১ জনকে বাছাই করা হয়েছে। প্রশিক্ষণ শেষে তারা চূড়ান্ত নিয়োগ পাবে। আমাদের চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম) একেবারেই সূক্ষ্মভাবে দক্ষ হাতে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে নির্বাচিত করেছেন। মাত্র ১০৩ টাকার সরকারি ফি’র মাধ্যমে তারা চাকুরি পাচ্ছেন। এজন্যে আমি তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বাংলাদেশ পুলিশে স্বাগত জানালাম।

পুলিশে চাকুরিপ্রাপ্ত মোঃ জুয়েল হোসেন, শারমিন আক্তার, সাইদুল ইসলাম, মোঃ রাজনসহ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, আমরা বিনা ঘুষে যোগ্যতার ভিত্তিতে চাকুরি পেয়েছি।

এজন্যে চাঁদপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের কাছে আমরা কৃতজ্ঞ। তারা আরও জানান, চাকুরিতে নিয়োগ পাওয়ার পর আমাদেরকে থানার ওসি মহোদয় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং মিষ্টি মুখ করেছেন। এজন্যে স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ।

একই রকম খবর