মতলব ডিংগাভাংগা আদর্শ বন্ধু সোসাইটির ঈদ বস্ত্র বিতরণ

ইমরান নাজির মতলব দক্ষিণ : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের ডিংগাভাংগা গ্রামে মানবতার সেবায় নিয়োজিত ডিংগাভাংগা আদর্শ বন্ধু সোসাইটির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অত্র এলাকার এতিম , প্রতিবন্ধি ও অসহায়দের মাঝে ঈদ বন্ত্র বিতরণ করা হয়েছে ।

১৪ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ডিংগাভাংগা জিয়ার বাজার প্রাঙ্গনে ঈদ বন্ত্র বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ৫নং উপাদী উত্তর ইউনিয় পরিষদের সাবেক চেয়াম্যান মো: লুৎফুর রহমান (মাস্টার)।

তিনি বলেন ডিংগাভাংগা আদর্শ বন্ধু সোসাইটির পক্ষ থেকে এতিম , প্রতিবন্ধি ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণের মধ্য দিয়ে এই সংঘঠনটি এলাকাতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে তারি দ্বারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবার ও ঈদ বস্ত্র বিতরণ করছে। আমি মনে করি বর্তমান তরুন প্রজন¤œ এই সংঘঠনের কার্যক্রমকে পলো করে এতিম, প্রতিবন্ধি ও অসহায়দের কল্যাণে এভাবে প্রতি ঈদে ঈদ বস্ত্র বিতরণের মাধ্যমে আল্লাহর সস্তুষ্টি অর্জন করা সম্ভব এবং সমাজকে এগিয়ে নিয়ে আসা সম্ভব ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো: সরফ উদ্দিন ও ডিংগাভাংগা আদর্শ বন্ধু সোসাইটির সদস্য বৃন্দ সহ সুধিজন উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment