মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ভষ্মিভূত

গোলাম সারওয়ার সেলিম: মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে গতকাল ১৪ ডিসেম্বর ভোর সাড়ে ৪টায় দিকে অগ্নিকান্ডের ঘটনায় ৯টি দোকান ভষ্মিভূত হয়। এতে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে সাত ব্যক্তি আহত হন।

বাজারের ব্যবসায়ীরা জানান, ওই দিন ভোর রাতে বাজারের পাহাড়াদার অলি মিয়া মধ্য বাজারের বিশু মাঝির দোকানে আগুন দেখে ডাক চিৎকার দিলে বাজারের পাশে বসবাসরত বাসিন্দা ও ব্যবসায়ীগণ ছুটে আসে। পরে মসজিদের মাইকে অগ্নিকান্ডের ঘোষণা দিলে আশ-পাশের গ্রামের লোকজন এসে আগুন নেভাতে চেষ্টা করে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও দাউদকান্দি উপজেলার ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে আড়াই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে নায়েরগাঁও মধ্য বাজারের পাঁচটি মুদি দোকানসহ স্বর্ণ, ফল, লন্ড্রি ও চায়ের দোকন পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সরকারি সাহায্য টিন ও নগদ অর্থ প্রদান করা হবে।

একই রকম খবর