সমির ভট্টাচার্য্য : আগামী ২৫ জুন বাঙালির স্বপ্নের পদ্মা সেতু উদ্ধোধন উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার বিকাল ৪টায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সেতু কুমার বড়ুয়া, কৃষি কর্মকর্তা ফয়সাল মোঃ আলি , মেডিকেল অফিসার ডাঃ কাশিফ আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান , এমএ আজিজ বাবুল , বিআরডিপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ শহীদুল ইসলাম,পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন উপাদী দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল গাজী , কাউন্সিলর পিন্টু সাহা, কচিকাচা প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন মৃধাসহ আরো অনেকেই । সভায় আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্ভোধন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয় ।