সমির ভট্টাচার্য্য : মতলব দক্ষিনে ১৪ ডিসেম্বর শহীদ বৃদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ , সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন , মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, ওসি তদন্ত মোঃ শালেহ আহমেদ, বীর মুক্তিযুদ্ধা মোস্তফা কামাল , ছিদ্দিকুর রহমান, বশিরউল্লহ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি দেওয়ান রেজাউল করিম , যুগ্ম সম্পাদক সম্পাদক ফারুক বিন জামান , সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন , ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক , ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা , ইকবাল হাওলাদার, কমরুজ্জামান মোল্লা, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক , পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার প্রমুখ।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনকল্পে বিভিন্ন উপকমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।