মতলব দক্ষিণ প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলায় ওষুধ কোম্পানি ‘একমি’র স্থানীয় বিক্রয় প্রতিনিধি আ. রহমানকে (৪০) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ওই কোম্পানির উপজেলা শাখার ব্যবস্থাপক আবুল কাশেমকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার রাত ১২টায় উপজেলার কলাদী এলাকার বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ১০টায় নিহতের বড় ভাই আ. রহিম বাদি হয়ে আবুল কাশেমকে আসামি করে থানায় মামলা করেন।
গ্রেপ্তার আবুল কাশেম কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মহারাজপুর গ্রামের জিয়ারত আলীর ছেলে। তিনি কয়েক বছর ধরে মতলব দক্ষিণ উপজেলায় ‘একমি’ ওষুধ কোম্পানিতে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।
আ. রহিম অভিযোগ করেন, তাঁর ছোট ভাই আ. রহমান আত্মহত্যা করার মতো লোক নন। তাঁকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে। গত কয়েকদিন ধরে ওই কোম্পানির ওষুধ বিক্রিতে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কোম্পানিটি স্থানীয় ব্যবস্থাপক আবুল কাশেম নানা ভাবে তাঁর ভাইকে চাপ দেন। তাঁর সঙ্গে একাধিকবার দুর্ব্যবহারও করেছেন। এমনকি লক্ষ্যমাত্রা পূরণ না হলে তাঁর ভাইকে চাকরি থেকে বরখাস্ত করারও হুমকি দেন ওই ব্যবস্থাপক।
এসব বিষয়ে তাঁর ভাই মৃত্যুর আগে মুঠোফোনে একাধিকবার তাঁদের পরিবারের সদস্যদের জানিয়েছিল। মৃত্যুর আগে তাঁর ভাই এ-সংক্রান্ত একটি চিরকুটও লিখে গেছেন। সেটি উদ্ধার করা দরকার। ওই ব্যবস্থাপকের ক্রমাগত মানসিক নির্যাতন ও দুর্ব্যবহার সইতে না পেরে তাঁর ভাই আত্মহত্যাকান্ড করতে বাধ্য হয়েছিলেন। এটি স্রেফ হত্যাকান্ডের মতোই। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
মতলব দক্ষিণ থানাা ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, আত্মহত্যার প্ররোচনায় করা ওই মামলায় গ্রেপ্তার আবুল কাশেমকে রোববার সকালে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলাটির তদন্ত চলছে।