মতলরে শিশু ধর্ষণের চেষ্টায় আটক যুবক জেলহাজতে

মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলায় এক শিশু কন্যাকে (৪) ধর্ষণের চেষ্টায় অভিযোগে মো. রুবেল নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা।

রোববার (২৬ মে) বিকালে দশপাড়া গ্রামের রূপসী পল্লী এলাকায় এ ঘটনাটি ঘটে। রুবেল ওই গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, দশপাড়া গ্রামের ৪ বছরের শিশু কন্যাকে ফুসলিয়ে বাড়ীর টয়লেটের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় জনতা তাকে হাতে-নাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে। এলাকার একাধিক ব্যক্তি জানান তার বিরুদ্ধে মাদকের অভিযোগ রয়েছে।

থানার অফিসার ইনর্চাজ এ.কে.এম.এস ইকবাল বলেন, এ ব্যাপারে কন্যার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আটক রুবেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

একই রকম খবর