মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর সদরের মৈশাদী বীর প্রতীক মমিন উল্ল্যাহ পাটওয়ারী একাডেমী ও মৈশাদী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।
গতকাল ২আগস্ট (মঙ্গলবার) মৈশাদী বীর প্রতীক মমিন উল্ল্যাহ পাটওয়ারী একাডেমী ও মৈশাদী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
এসময় মৈশাদী বীর প্রতীক মমিন উল্ল্যাহ পাটওয়ারী একাডেমী’র অধ্যক্ষ অধ্যাপক জালাল চৌধুরী ও মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপসান: গতকাল চাঁদপুর সদরের মৈশাদী বীর প্রতীক মমিন উল্ল্যাহ পাটওয়ারী একাডেমী ও মৈশাদী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন। ছবি-দৈনিক চাঁদপুর খবর।