মরহুম রুশদী সাহেবের জামাতা মোশারফ হোসেনের ইন্তেকাল

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদীর জামাতা ও আমেরিকা-বাংলাদেশ টোবাকো কোম্পানির শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি ঢাকা দক্ষিণ খান নিবাসী আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন )।

সোমবার (১৩ আগস্ট ) সকাল সাড়ে ১০ টায় ঢাকা দক্ষিণ খান নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ ছিলেন।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৭৩ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র মেয়ে ডা:মুনমুন।

সোমবার ঢাকায় দক্ষিণ খান এলাকায় মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় । পরে মরহুমের গ্রামের বাড়ী শাহরাস্তি কাজিরকাব মুন্সি বাড়ী পারিবারিক গোরস্থানের দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে ঢাকা দক্ষিণ খান নিবাসী আলহাজ্ব মো. মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, শোক প্রকাশ করেছেন ৬নং মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। সেই সাথে মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

একই রকম খবর

Leave a Comment