গাজী মোঃ ইমাম হাসান : “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে “মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান” সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় উেেদ্বাধন করা হয়েছে।
মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা পিএএ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাজেদা পলিন, মেডিকেল অফিসার ডাঃ ইলিয়াছসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকল ইউনিয়ন পরিষদে একটি করে মশক নিধন মেশিন দেওয়া হবে বলে আয়োজক কমিটি ঘোষণা করেন।