হাইমচরে ঐতিহ্যবাহী মল্লিক বাড়ী জামে মসজিদের দানের টাকা হরিলুট!

হাইমচর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী উঃ ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের ৫০০ বছরের ঐতিহ্যবাহী মল্লিক বাড়ী জামে মসজিদের নিজস্ব বাড়ীর লোক দ্বারা মসজিদ কমিটি তৈরি করে ২০ বছর ধরে মসজিদের দানের টাকা সহ বিভিন্ন সয় সম্পত্তি হরিলুেেটর অভিযোগ উঠেছে।

প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে মুসুল্লিরা তাদের দানের টাকা দান বাক্সে দিয়ে যাচ্ছে। তারা জানে না তাদের দেওয়া টাকা কোথায় যাচ্ছে কি হচ্ছে।

দান বাক্সের টাকা মসজিদের উন্নয়ন না করে নিজস্ব বাড়ীর লোকজন দ্বারা কমিটি গঠন করে ভাগ ভাটোয়ারা করে খাচ্ছে বলে এমনটাই অভিযোগ স্থানীয় লোকজন।

মসজিদ কমিটির সভাপতি মুখলেছুর রহমান (সোবহান মল্লিক), সাধারন সম্পাদক জাহাঙ্গীর মল্লিক, ক্যাশিয়ার বেলায়েত মল্লিক, মসজিদ কমিটির সদস্য সৈয়দ মল্লিক,দেলু মল্লিক ও উপদেষ্টা সাহজাহান মল্লিক মসজিদের দান বাক্সের টাকা, পুকুর নিজেদের নামে লীজ নিয়ে এবং মসজিদের জমি, গাছের ফল সহ বিভিন্ন আয়ের টাকা ভাগ ভাটোয়ারা করে ভোগ করে আসছেন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ এমরান হোসেন বলেন মসজিদ পরিচালনা করে মল্লিক বাড়ীর লোকেরাই বাহিরের কোন সদস্য নেওয়া হয় না। তারা ২০ বছর যাবত এই একই কমিটিতে মসজিদ পরিচালনা করে আসছেন।

মসজিদের আওয়াতায় বিভিন্ন ভাবে দান করার জমির পরিমান ১৬২ শতাংশ এবং মসজিদ ভবন এর আওয়াতায় ২০ শতাংশ থাকলেও বাকি সম্পত্তি বিভিন্ন নামে দখল ও বিক্রি করে ভোগ দখল করে রয়েছে। এ নিয়ে স্থানীয় লোকজন মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

একই রকম খবর