শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামীর মস্তিষ্কের সফল অপারেশন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. তৌফিক নেওয়াজের অপারেশন সফল হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) সকালে ভারত থেকে আসা নিউরো সার্জারির একটি বিশেষজ্ঞ টিম তাঁর অপারেশন সফল ভাবে সম্পন্ন করেছে। বিশেষ করে ওই দলের প্রধান উপমহাদেশের বিখ্যাত নিউরো চিকিৎসক দিল্লির মেডেন্টা হাসপাতালের পরিচালক ডাঃ গৌরভ গোয়েল ড. তৌফিক নেওয়াজের মস্তিষ্কের অপারেশন শেষে বলেছেন, তিনি অচীরেই ভালো হয়ে উঠবেন। অপারেশনের পর অনেকটা সুস্থ আছেন। তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ওনার সম্পন্ন সুস্থতায় সবাই দোয়া করুণ, আমিন।

একই রকম খবর