মহমায়া ক্যাবল টিভি নেটওয়ার্কে জিলানী চিশতী কলেজের ভর্তির বিজ্ঞপ্তি ৩১ নাম্বার চ্যানেলে

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলাস্থ মহমায়া শাফী মাফী ক্যাবল টিভি নেটওয়ার্কে সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজের ভর্তির বিজ্ঞপ্তি’র তথ্য ১১ মে থেকে প্রতিদিন টেলিভিশনের ৩১ নাম্বার চ্যানেলে দেখা যায় ।

সংশ্লিষ্ট সবাইকে টেলিভিশনের ৩১ নাম্বার চ্যানেলটি দেখার জন্য কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও অধ্যক্ষ মো:হারুন অর রশিদ অনুরোধ জানিয়েছেন ।

সেই সাথে সহযোগিতার জন্য মহমায়া শাফী মাফী ক্যাবল টিভি নেটওয়ার্কে মালিক মো: ফররুক আহমেদ ও পরিচালক নজরুল ইসলাম বাবলুকে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে ।

একই রকম খবর

Leave a Comment