মাসুদ হোসেন : সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রভাত মহামায়া শাখার প্রধান উপদেষ্টা ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমরান হোসাইন সজিব। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই সংগঠনটির এই কর্মসূচি। এরকম আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও সংগঠনটির এ রকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করি। এছাড়াও সংগঠনটির অন্যান্য কার্যক্রম সমাজে প্রয়োজনীয় ভূমিকা রাখছে। এভাবে যদি সরকার ও প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসলে দেশ আরো উন্নত ও সমৃদ্ধশীল হয়ে উঠবে।
প্রভাত মহামায়া শাখার সাধারন সম্পাদক সাংবাদিক মাসুদ হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারন সম্পাদক ও প্রভাত মহামায়া শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ কামাল হাজী, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লা।
এসময় শাহমাহমুদপুর ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম পাঠান, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মিজান পাটওয়ারী, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার মহসীন আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ সুমন গাজী, প্রভাত মহামায়া শাখার সাঙ্গঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ শামীম হোসেন, সদস্য সাইফুল ইসলাম, রিয়াদ বেপারী প্রমূখ।
প্রভাত মহামায়া শাখার সদস্য আকরাম হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাত মহামায়া শাখার সহ-সভাপতি মোঃ জুয়েল হাজী।
“আর্তের তরে সেবাদান, প্রভাত হোক জাগ্রত চেতনার আহবান” এই স্লোগানকে ধারন করে প্রভাত সমাজকল্যাণ সংস্থা নামক সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছরের ন্যায় এ বছরও আয়োজন করেছে এমন মহৎ উদ্যোগ। এদিন শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে অসহায় ফাতেমা বেগম বলেন, খুব গরীব মানুষ। টানা শীতে গায়ে দেয়ার মতো কিছুই ছিল না। প্রভাতের দেয়া কম্বলটিতে হয়তো এবার শীত নিবারণ করতে পারব। এদিকে, শীতবস্ত্র পেয়ে আনন্দিত সকল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষরা।