মহামায়ায় রেদওয়ান খান বোরহানের গণসংযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর- ৩ (চাঁদপুর-হাইমচর) নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ  মোঃ রেদওয়ান খান বোরহান সদর উপজেলার মহামায়া বাজারে ব্যাপক গনসংযোগ করেছেন।

৩ সেপ্টোম্বর সোমবার বিকেলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎসজীবী লীগ ও গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বাজারের প্রতিটি দোকানদার ও ক্রেতা বিক্রেতাদের সাথে কুশলাদী বিনিময় করেন।

তিনি দলের প্রতি শ্রদ্ধা রেখে টেকসই উন্নয়নের লক্ষ্যে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিজের পরিচয় ও গ্রহন যোগ্যতা জানান দিয়ে নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ার জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। সৎ যোগ্য আদর্শ ন্যায় নীতিবান ব্যক্তি রেদওয়ান খান বোরহান সিটি নয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক,এফবিসিসিআই এর সদস্য পদে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

তিনি দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন সামাজিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থেকে সেবা করে আসছেন। গন সংযোগকালে আওয়ামী লীগ নেতা শামছুজ্জামান পাটওয়ারী, মৎসজীবী লীগ নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ফরহাদ হোসেন রানা সহ বিভিন্নস্তরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎসজীবী লীগ ও বিবিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment