মহামায়া দফায় দফায় হুন্ডা চুরি : আতঙ্কে চালকরা

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় দফায় দফায় হুন্ডা চুরির ঘটনা ঘটে আসছে । এতে বেশ আতংকের মাঝে রয়েছে হুন্ডা চালক’রা। স্থানীয় একটি চক্রের যোগসাজসে চুরির ঘটনা ঘটেছে বলে দাবী করছেন এলাকাবাসী।

এ ব্যাপারে চাঁদপুর পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কড়া নজরদারী প্রত্যাশা করছেন স্থানীয়রা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার মহামায়া এলাকায় ৩টি উপজেলার শেষাংশ ও কেন্দ্রস্থল। এসব উপজেলার পাশ^বর্তী ইউনিয়নগুলোতে সম্প্রতি অভিনব কায়দায় ঘটে আসছে চুরি ডাকাতির ঘটনা। চোরের দল বিভিন্ন মূল্যাবান জিনিসপত্র নেওয়ার পাশাপাশি এখন বেশি লক্ষ মোটর সাইকেল তথা হুন্ডার দিকে।

চোরের সঙ্গবদ্ধ দলটি আজ এই এলাকায় তো কাল অন্য এলাকায় চুরি করে হাতিয়ে নিচ্ছে মূল্যবান মালামাল। মহামায়া এলাকায় এবছর অর্থাৎ ২০১৮সালে বিভিন্ন লোকজনের দালানের ক্লাস্পি গেইট ভেঙ্গে ভিতরে ডুকে অন্তত ১০টি হুন্ডা চুরি করে নিয়ে গেছে চোরের দলটি। তারা দালানের ক্লাস্পি গেইট ভাঙ্গা ছাড়াও লোকজনের অন্তরালে কক্ষে প্রবেশ করে কোথায় লুকিয়ে থাকে। পরে সুযোগ বুঝে বিষাক্ত নেশা জাতীয় দ্রব্য দ্বারা লোকজনকে অচেতন করে ফেলে হুন্ডার বিভিন্ন লক ভেঙ্গে হুন্ডা নিয়ে চম্পট দেয়।

গত কয়েক মাস আগে মহামায়া বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেন কুসুমের এবং অপর ব্যবসায়ী ভুট্রো সিকদারের ২টি ফালচার হুন্ডা একই রাতে দালানের গেইট ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।

এছাড়া গত ১০/১২ দিয়ে পূর্বে মহামায়া শাফি মাফি ক্যাবল নেটওয়ার্কের ম্যানেজারের একটি প্লাটিনা, রাকিব হোসেন এর একটি এপার্সী, মোর্শেদ কাজীর ডিসকভারী হুন্ডা চুরি হয়। এবং একই রাতে উপাদী ইউনিয়নের করবন্দ এলাকার পশু ডাক্তার ইমান হোসেন সোহাগের হুন্ডার বিভিন্ন লক খুলে নিতে ব্যর্থ হয়।

এর আগে রামপুর ইউনিয়নের কাঞ্চন পাটওয়ারীর একটি ফালচার একই কায়দায় চুরি করে নিয়ে যায় সঙ্গবদ্ধ চোরের দলটি। ধারনা করা হচ্ছে পূর্বে পরিকল্পিতভাবে স্থানীয় চক্রের সহযোগিতায় এমন চুরির ঘটনা ঘটে আসছে। তা না হলে সবগুলো চুরি একই কায়দায় হচ্ছে কিভাবে ।

তবে স্থানীয় চক্রের কোন সদস্যকে আটক করতে পারলেই সবগুলো চুরির ঘটনা উদঘাটন হবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।

চুরির ঘটনায় মহামায়া ও আশে পাশের এলাকায় এক ধরনের আতংক বিরাজ করছে। কারন কে কখন চুরির কবলে পড়ে সর্বস্বান্ত হতে হয়। তাই এলাকাবাসী চুরির ঘটনা উদঘাটন এবং নিরাপত্তায় কড়া নজরদারী রাখতে চাঁদপুর পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের কাছে প্রত্যাশা করছেন এলাকাবাসী।

একই রকম খবর

Leave a Comment