স্টাফ রির্পোটারঃ চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৮ মে মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাবেক সচিব বীর প্রতিক মমিন উল্লাহ পাটওয়ারী।
এসময় তিনি বলেন,আমরা একটি সুন্দর মানবিক বাংলাদেশ চাই যেখানে নারী পুরুষ একসাথে এগিয়ে যাবে।আজকে এদেশে পুরুষের পাশাপাশি নারীরাও গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে সক্ষমতার পরিচয় দিয়ে যাচ্ছে। শিক্ষা গ্রহন করে নারীদেরকে আরো এগিয়ে যেতে হবে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,মৈশাদী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, জেলা পরিষদ সদস্য নূরুল ইসলাম পাটওয়ারী,সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাহিদা।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতেমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন,হামানকন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল ঘোষ,মৈশাদী ইউপি সচিব আবু বক্কর মানিক।পরে অতিথি বৃন্দ মৈশাদী ইউপি চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীদের হাতে সহযোগীতা প্রধান করেন।