স্টাফ রিপোটার : চাঁদপুরে খোদেজা আক্তার লক্ষী(৫৫)নামে এক মহিলাকে বেভোলা বানিয়ে স্বর্নঅলংঙ্কার হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ৩ প্রতারক।
শনিবার রাত ৮টায় শহরের কালিবাড়ি মন্দিরের সামনে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানায় এস আই রেজাউল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেয়।
পুলিশ এ সময় অপরাধিদের সনাক্ত করতে কালি বাড়ি এলাকার বেশ কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।
জানা যায়, শহরের জিয়া ছাত্র বাসের সামনে আদর্শ মুসলিম পাড়ার বাসিন্দা খোদেজা আক্তার লক্ষী সন্ধায় বাসা থেকে বের হয়ে বাজার করার উদ্দেশ্যে পালেবাজার রওনা হয়। তিনি হেঁটে কালিবাড়ি মন্দিরের সামনে দিয়ে যাওযার সময় ৩ প্রতারক চক্র তার পিছু নেয়। প্রতারক চক্ররা খোদেজা আক্তার লক্ষীকে রাস্তায় দাঁড় করিয়ে তার মুখের সামনে স্প্রে করে গলিতে নিয়ে গিয়ে বেভোলা বানিয়ে তার হাতের কাঁনের ও গলার মোট ৪ ভড়ি স্বর্ন নিয়ে নিয়ে উধাও হয়ে যায়। পরে খোদেজা আক্তার লক্ষী রাস্তার পাশে পরে থেকে এলোমেলো কথা বলতে থাকে। খবর পেয়ে তার পরিবারের লোকজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশকে জানায়।
পুলিশ এই ঘটনার সাথে জরিতদের আটক করার জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়। মডেল থানার ওসি তদন্ত মাহাবুব মোল্লা জানায়, প্রতারক চক্ররা মহিলাকে প্রলোভন দেখিয়ে গলির ভিতরে নিয়ে স্বর্নঅলংঙ্কার নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাদিদের আটক করা সম্ভব হবে বলে তিনি জানায়।
এদিকে চাঁদপুরে এই ধরনের ঘটনা ইতি পূ্র্বে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। কয়েক মাষ পূর্বে কালি কাড়ি মন্দিরের ভিতরে পুজা দিতে যায় সরকারি কলেজের অধ্যক্ষ মিহীর লাল সাহা।
তিনি ব্যাংক থেকে ২লক্ষ টাকা তুলে ব্যাগ নিয়ে মন্দিরের ভিতরে ডুকে পাশে ব্যাগ রেখে পুজা করার সময় সেই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ৪ প্রতারক। সেই ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কোন প্রতারককে আটক করতে পারেনি।