মহিলা এশিয়া কাপে ভারতকে বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ দল

শাহাদাত হোসেন মালয়েশিয়া থেকে : মালয়েশিয়া অনুষ্ঠিত মহিলা এশিয়া কাপ ২০১৮ , রাজধানী কুয়ালালামপুরের কিনরারা ওভাল মাঠে ভারতকে ৭ উইকেটে বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে টানা দুই ম্যাচ জিতে নিল বাংলাদেশ নারী দল।

পাকিস্তানকে হারানোর পর বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে হারালো টাইগারা। টি-টোয়েন্টি ফরম্যাটের এ ম্যাচে রুমানা আহমেদের অলরাউন্ড নৈপূণ্য ও ফারজানা হক পিংকির হাফ সেঞ্চুরিসহ দুর্দান্ত ব্যাটিংয়ে প্রতিবেশি দেশকে ৭ উইকেটে বড় ব্যবধানে হারায় সালমা খাতুনরা।

বুধবার (০৬ জুন) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কিনরারা একাডেমি মাঠে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। যেখানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হারমানপ্রিত কৌরের নেতৃত্বে ভারত।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ভারত। কিন্তু জবাব দিতে নেমে আগের ম্যাচের আত্মবিশ্বাস এ ম্যাচেও কাজে লাগায় বাংলাদেশি মেয়েরা। ফলে ২ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের তারকারা।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। দলীয় ২৯ রানে ব্যক্তিগত ১২ রানে বিদায় নেন ওপেনার আয়েশা রহমান। ১৬ রান পরে আরেক ওপেনার শামীমা সুলতানা বিদায় নিলেও ২৩ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৩৪ রানে দারুণ এক ইনিংস খেলেন তিনি।

মাঝে নিগার সুলতানা এসে উইকেটে থিতু হতে পারেননি। ব্যক্তিগত এক রানে প্যাভিলনে পথ ধরেন। কিন্তু চতুর্থ উইকেট জুটিতেই জয়ের ভিত গড়ে যায়। ৯৩ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও রুমানা আহমেদ। ৪৬ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫২ করে অপরাজিত থাকেন ফারজানা। আর ৩৪ বলে ৬টি চারের সাহায্যে ৪২ রানে হার না মানা ইনিংস খেলেন রুমানা। ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন পুজা ভাস্তরাকার, রাজেশ্বরি গায়াকওয়াদ ও পুনম যাদব।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি নারীদের বোলিং তোপে পড়ে ভারত। নিয়মিত বিরতিতেই উইকেট হারায় তারা। তবে অধিনায়ক কৌরের ৪২ ও দীপ্তি শর্মার ৩২ রানে সম্মানজনক স্কোর করতে পারে ভারত। রুমানা আহমেদ ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে একাই ৩ উইকেট তুলে নেন। অধিনায়ক সালমা একটি উইকেট দখল করেন। দুর্দান্ত অলরাউন্ড নৈপূণ্য দেখিয়ে ম্যাচ সেরা হন রুমানা আহমেদ।

এই টুর্নামেন্টে অবশ্য নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে যায়। ভারত বাংলাদেশ খেলার দেখার জন্য মালয়েশিয়া দূরদূরান্ত থেকে ছুটে যান প্রবাসীরা। বাংলাদেশী মেয়েদের উৎসাহ দিতে তারা গ্যালারিতে বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মাতিয়ে রাখে পুরো সময় ।

প্রবাসীদের সাথে বাংলাদেশী মেয়েদের উৎসাহ দিতে মালয়েশিয়া শ্রমিকলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি উপস্থিত হন । প্রবাসী দর্শকরা বাংলাদেশের এই বিজয়ের অনেক আনন্দিত তারা আশা করে বাংলাদেশ ফাইনাল খেলবে

বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন বলেন ভারত কে হারাতে পেরে ভীষণ ভাল লাগছে। কারণ ভারত আমাদের শক্তিশালী প্রতিপক্ষ ছিল। এখন আমরা ফাইনাল খেলার স্বপ্ন দেখি।

একই রকম খবর

Leave a Comment