চাঁদপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর বিকেলে শহরের হাজীমহসিন রোডস্থ রসুইঘরে এই মহিলা সমাবেশে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক নেতা সাইফুল ইসলাম রাজের পরিচারনায় বক্তব্যে রাখেন,চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূইয়া।

এসময় মহিলাদের মধ্যে বক্তব্যে রাখেন মনুজ্জা বেগম,রোকসানা বেগম,হাসিনা বেগম,ফাতেমা বেগম,শিরিন আক্তার প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে অভূতপূর্ব উন্নয়ন করেছে তা জনগনের কাছে তুলে ধারতে হবে। যেমন বয়স্ক ভাতা,বিধবা ভাতা, পঙ্গত্ব ভাতা,ন্যায্য মূল্যের চালসহ দুংস্থ ও অসহায় মানুষের কল্যানে যে সরকার পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরতে হবে। তাই দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে নৌকা মার্কায় বিজয়ী করতে হবে।

একই রকম খবর

Leave a Comment