কচুয়ায় অসহায়দের মাঝে ড. মহীউদ্দীন খান আলমগীরের শাড়ী-লুঙ্গি বিতরণ

চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বুধবার সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় প্রায় ৩ হাজার অসহায় নারী-পুরুষ ও শিশুদের মাঝে শাড়ী, লুঙ্গি, শার্ট ও গেঞ্জি বিতরন করা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ব্যক্তিগত উদ্যোগে এসব সামগ্রী বিতরন করা হয়। এ সময় জেলা পরিষদ সদস্য মো.সালাউদ্দি ভূঁইয়া, কচুয়া থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান,ওসি তদন্ত মুহাম্মদ শাহজাহান কামাল, আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজসহ এলাকার বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment