চাঁদপুরে ইফার উদ্যোগে মাজার-খানকাহ তত্ত্বাবধায়কদের সম্মেলন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ, যৌতুক-নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে মাজার শরীফ-খানকাহ্ তত্ত্বাবধায়কদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শত বছরের মাজার খানকা এখনো বাংলাদেশে বিদ্যমান। যে মাজারগুলোতে মানুষ জিয়ারত করে তাদের মনের আশা পূরণ হয়। সেই মাজারে জানারা শুয়ে আছেন তাদের আছে অসংখ্য কারামত। এদেশের মানুষ গুলো পীর আওলিয়ার পথে থেকে নিজের জীবনকে আলোকিত করতে করেছেন। পীর-আওলিয়া তারা দ্বীন ইসলামের বিষয়গুলো তুলে ধরতে যেখানে অবস্থান করেছেন সেখানেই একটি আস্তানা বা খানকা প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরো বলেন, ইসলাম ধর্মে যে যেই মতাদর্শী হোক না কেন, মূল বিষয়গুলো নিয়ে কারো মধ্যে মতানৈক্য নয়। বহু মানুষের বহু মতবাদ থাকে আর এটা থাকাটাই স্বাভাবিক। আমরা সাধারণত দেখি স্বামী-স্ত্রী, ভাই-বোন, পাড়া-প্রতিবেশী মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে মতবাদ থাকে। একই ঘরের ভাই-বোন তারপর দেখা গেছে বড় ভাই যেটা খেতে পছন্দ করেন ছোট ভাই সেটা খেতে চান না। এরকম বহু বিষয় নিয়ে মতবাদ থাকে। আর সেই মতবাদ নিয়েতো তারা একই ঘরে বসবাস করছেন। সুতরাং আমাদেরও বিভিন্ন বিষয় নিয়ে মতবাদ থাকবে, তবে বিষয়টি নিয়ে কট্টর হওয়া যাবে না। যারা ধর্মের নামে জঙ্গিবাদী করতে চেষ্টা করে, তারা ছোট ছোট মতবাদকে নিয়েই কট্টরপন্থী হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে অগ্রসর হয়। তাদের বিভ্রান্ত পথ থেকে পিরে আনার দায়িত্ব আমাদেরই। আসুন মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে ভালো রাখতে যেমনি ভাবে নিরলস কাজ করছেন। আমরাও আমাদের অবস্থান থেকে দেশের জন্য কাজ করি।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন,এ দেশে খানকার মাধ্যমে সকাল-সন্ধ্যা জিকিরের তালীমসহ পাঁচ ওয়াক্ত নামাজের তালীম হচ্ছে। মাজার-খানকা কোনো নতুন শব্দ নয়। ধর্মীয়ভাবে আমাদের দেশে মুসলমানরা বিভিন্ন মতবাদে থাকলেও ইসলামের মূল বিষয় নিয়ে কারো মতানৈক্য নেই। আজ ইসলামিক ফাউন্ডেশন সকলের মতের মানুষকে নিয়ে কাজ করছে।

ইফার উপ-পরিচালক মোঃ খলিলুর রহমানের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, গাছতলা দরবার শরীফের খাদেম পীরজাদা মাওঃ খাজা জুবায়ের, বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দিন, জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি ও পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী প্রমুখ।

ইফার ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ শামসুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাহ্তলী আনোয়ার উল্লাহ খান চিশতী (রহঃ) জামে মসজিদের খতিব মাওঃ মোঃ জাকির হোসেন। নাতে রাসূল (সাঃ) পাঠ করেন হাজীগঞ্জ মোহাম্মদপুর দরবার শরীফের মোঃ শাহ্ আলম। উপস্থিত ছিলেন চাঁদপুর খানকায়ে ছালেহিয়া মিডিয়া কমপ্লেক্সের প্রতিনিধি মুফতি মোহাম্মদ জিয়াউদ্দিন খন্দকার, ইফার মওশিক কেন্দ্রের শিক্ষক সমিতির সভাপতি মাওঃ মোস্তফা মীর ও সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ রুহুল আমিন, মাওঃ মোঃ শফিকুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম, সহজ কোরআন শিক্ষা ও মওশিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকবৃন্দ। সবশেষে মোনাজাত করেন পাটওয়ারী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ আব্দুস ছালাম।

একই রকম খবর