স্টাফ রিপোর্টার : চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে । তাঁকে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বদলি করা হয়।
গত ২৬ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। তাঁকে ২৭ মে অর্থাৎ আজকের মধ্যে নূতন পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়।
এদিকে একই দিন (২৬ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নতুন পাঁচজন এবং মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নতুন ৪ জনকে পদায়ন করা হয়।
এরা হচ্ছেন- হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে জাহাঙ্গীর হোসেন, মোঃ মোস্তফা কামাল, আমিনা খাতুন, মোহাম্মদ আবু হেনা মোস্তফা ইকবাল ও মোঃ মজিবুর রহমান।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোঃ কবির আহম্মদ, আবুল কাশেম মোহাম্মদ আসাদ উল্লা, মোঃ মনির হোসেন খাঁন ও খন্দকার নূরেন।
এ ব্যাপারে সোমবার মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা দৈনিক চাঁদপুর খবরকে জানান, আমি ওয়েব-সাইট থেকে বদলীর খবর জানি । কি কারনে বদলী হলাম তা জানি না । যেহেতু সরকারি চাকুরী করি ,তাই যেখানে বদলী করে সেখানেই যেতে হবে ।