চাঁদপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ১

স্টাফ রিপোর্টার :   চাঁদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রোববার (১৯ আগস্ট) মাদকসহ একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি হলো: চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের মুন্সি বাড়ীর টেলু মুন্সির ছেলে মো.নয়ন মুন্সি (৩০) ।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযান কালে দুপুর ২ টায় নয়ন মুন্সির থেকে ৫০ পিস ইয়াবা ২শ’ ৫০ গ্রাম গাঁজাসহ তাদের বসত ঘর থেকে তাকে আটক করে।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মজিবুর রহমান জানান, নয়ন ও তার ভাই সুমন মুন্সি র্দীঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে ।নয়নকে আটককালে সুমন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

একই রকম খবর

Leave a Comment