প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যেই আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে সক্ষম হবো। তবে এ ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে ভয়াল মাদক। মাদক প্রতিরোধ করতে না পারলে আমরা পিছিয়ে পড়বো। সবাই মিলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কারণ, মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও দেশের শত্রু। মাদকের সাথেই জড়িয়ে আছে ইভটিজিং, সন্ত্রাস ও বাল্যবিয়ের জাল। মাদক প্রতিরোধ করা গেলে এসব সামাজিক ব্যাধিও অনেকাংশে কমে যাবে।
শনিবার বিকেলে চাঁদপুর শহরের ১১নং ওয়ার্ডে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় কাউন্সিলর ও এলাকার যুবসমাজ আয়োজিত এই সভায় এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাইনুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আ. রব ভূঁইয়া, সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান ভ‚ঁইয়া, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খলিলুর রহমান গাজী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম প্রমুখ।
এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী দক্ষিণ গুনরাজদীতে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত রাস্তার উদ্বোধন করেন। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মাইনুল ইসলাম পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা তাফাজ্জল হোসেন তাফু পাটওয়ারী, এম আই মমিন খানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।