চাঁদপুরে মাদক বিরোধী অভিযানে আটক ২৪

আহম্মদ উল্যাহ : “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এ শ্লোগানে সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ২৪ জন মাদক মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ মে) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ,মাদক বিরোধী ত্র অভিযান অব্যাহত থাকবে ।

তিনি জানান, চাঁদপুর জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশ ও জেলার ৮ থানা পুলিশের শনিবারের অভিযানে ২৪ জন মাদকসেবী আটক করেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এ শ্লোলগানকে সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শে সারা দেশের ন্যায় চাঁদপুর জেলাও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ২৪ ঘণ্টায় ২৪ জনকে আটক করা হয়।

মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলার মধ্যে জঙ্গি দমনের মতো মাদক নির্মূলের অঙ্গীকার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে ও সদর মডেল থানর অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্যাহ অলির নেতৃত্বে চাঁদপুর সরদ উপজেলায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া চাঁদপুর জেলার সকল উপজেলায় এ অভিযান অব্যাহত রয়েছে।

একই রকম খবর

Leave a Comment