চাঁদপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ৯

আহম্মদ উল্যাহ : চাঁদপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বুধবার (২৩ মে) দিনব্যাপি অভিযান পরিচালনা করে সর্বমোট ১শ’ ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, চাঁদপুর পুলিশ সুপর শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ’র নেতৃত্বে গত ২৪ ঘন্টায় চাঁদপুর সদর মডেল থানা, নতুন বাজার পুলিশ ফাঁড়ী ও পুরান বাজার পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্সদের সমন্বয়ে মাদক বিরোধী অভিযানে ৬ টি মামলা রুজু করা হয়।

রুজুকৃত মামলায় ১শ’ ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ৯ জন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে চাঁদপুর মডেল থানায় মাল দায়ের কার হয়।

একই রকম খবর

Leave a Comment