মো. ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ঃ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের আমলেই সারাদেশে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়ে থাকে। এ সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বিশেষ করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তাই এ সরকারকে বারবার ক্ষমতায় রাখতে আপনারা আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন।
শুক্রবার বিকালে কচুয়া উপজেলাধীন নিশ্চিন্তপুর ডি.এস কামিল মাদ্রাসার চার তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের প্রথম তলার ভিত্তিপ্রস্থর উদ্বোধনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
মাদ্রসারা অধ্যক্ষ মাওলানা এএসএম ফখরুদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রসারা সহ-সভাপতিও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো: শাহজালাল প্রধান জালালের পরিচালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন, কাদলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু। এসময় পৌর মেয়র নাজমুলৈ আলম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগের সাধারন সম্পাদক হামিদ খান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক এম ইসলাম পাটওয়ারী মহন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম খলিল,সহ-সভাপতি বোরহান উদ্দিন বিপ্লব,সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ সহ স্থানীয় আওয়মী লীগ ,যুবলীগ,ছাত্রলীগ ও এলাকার বিভিন্ন শ্রেনীর পেশার লোকজন উপস্থিত ছিলেন ।