মানসিক ভারসাম্যহীন প্রবাসী ছেলেকে খুঁজে পেতে পরিবারের আকুতি

মাসুদ হোসেন : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ গ্রামের মিজি বাড়ির আঃ রশিদ মিজির ছেলে মোঃ রিয়াদ হোসেন।

মানসিক ভারসাম্যহীন ছেলেটির গায়ের রং ফর্সা ও পড়নে ছিল কালো রংয়ের প্যান্ট, সার্ট এবং কালো রংয়ের জ্যাকেট।

গত ২৮ নভেম্বর সকাল ৯ টার সময় চাঁদপুর সদর উপজেলার কল্যান্দী গ্রাম হতে হারিয়ে যায়। ছেলেটি গত ১ মাস পূর্বে ইরাক প্রবাসী থেকে দেশে আসে।

আসার পর হতে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ে। ছেলেটিকে কল্যান্দী সেকান্দর কবিরাজের নিকট নেওয়ার পথে হারিয়ে যায়। যদি কোন স্ব- হৃয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান দিতে পারেন, তাহলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করে তার পরিবার। সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল হাই। মোবাইল- ০১৮২১৮২২২৫৩, পিতা- আ: রশিদ মিজি-০১৮২৯২৩৬২০২

একই রকম খবর