স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার শ্রেষ্ঠ, চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামানের নিজস্ব উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের ১শত ৬৫ জন এতিম শিশুদের জন্য কোরবানীর গরু দান করেছেন।
শনিবার বিকালে মৈশাদী ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক ও প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম বাবুরহাটস্থ শিশু পরিবারের দায়িত্বরত ব্যক্তির হাতে কোরবানীর গরুটি হস্তান্তর করেন।
মৈশাদী ইউপি চেয়ারম্যান মৈশাদী ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক জনবান্ধব কাজ করে চাঁদপুরের সর্বস্তরের মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন।
মৈশাদী ইউপি চেয়ারম্যানের নিজস্ব অর্থ্যায়নে এতিম শিশুদের জন্য কোরবানীর গরু দান করায় শিশু পরিবারের কর্তৃপক্ষ মৈশাদী ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বলেন, মানুষ মানুষের জন্য, সরকারি শিশু পরিবারের এতিমদের কোরবানীর গরু দান করতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি। কারন এখানে যেসব শিশুরা থাকে তারা প্রত্যেকেই এতিম গরীবের সন্তান, তারা কোরবানীর ঈদের দিন কোরবানীর মাংস খাবে, এটাই আমরা তৃপ্তি সব চাইতে বড় পাওয়া।
শিশু পরিবারের মাঝে কোরবানীর গরুটি মৈশাদী ইউপি চেয়ারম্যানের পক্ষে হস্তান্তর করেন মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক ।
এ সময় প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম, হাকিম গাজী, ইউনিয়ন গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।