মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মান্দারী আলিম মাদ্রাসার নব গঠিত ব্যবস্থাপনা কমিটির অভিষেক সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরন অনুষ্ঠান শনিবার (২৩ নভেম্বর) মাদ্রাসা কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুনামধন্য, টানা ৫ম বারের মত নির্বাচিত সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আলহাজ্ব মোঃ শাহাজাহান পাটওয়ারী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সদস্য সচিব ও অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নেছার আহমাদ। সভাপতি তার বক্তব্যে মাদ্রাসার শিক্ষার গুনগত মান ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য যাবতীয় দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
তিনি দফায় দফায় তার উপর আস্থা রেখে দায়িত্ব প্রদান করায় সকলের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং আস্থার প্রতিদান ও অর্পিত দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় আলোচনা রাখেন মাদ্রাসার দাতা সদস্য ও প্রাক্তন শিক্ষক মোঃ আওলাদ হোসেন মোল্লা, কমিটির কো-অপ্ট সদস্য জাহাঙ্গীর হোসেন খান, সদস্য মাওলানা তাজুল ইসলাম, ছলেমান বেপারী, মজিবুর রহমান গাজী, বিল্লাল হোসেন মল্লিক, মহিলা সদস্য নাজমা বেগম, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম মোল্লা, রুজিনা আক্তার ।
এ বছর উক্ত মাদ্রাসা থেকে ৫ম শ্রেণীর ৮জন ও ৮ম শ্রেণীর ৬ জন মোট ১৪জন শিক্ষার্থী বৃত্তির টাকা পান। তাদের মধ্যে ৫ম শ্রেণীর হালিমা আক্তার, সুমাইয়া আক্তার, তামান্না আক্তার, খাদিজা আক্তার, আমেনা খাতুন, আবু সাঈদ, হাসিব বেপারী, রোকসানা আক্তার, মিজান খান এবং ৮ম শ্রেণীর নাফিসা আক্তার, সাদিয়া আক্তার, মাহাবুবা আক্তার, হালিমা আক্তার, মুসফিকাতুন জান্নাত ও মাহমুদুল হাছান বৃত্তির টাকা গ্রহন করেন। এ সময় অতিথি হিসেবে শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ কামাল হাজীসহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।