কচুয়ায় ব্যবসায়ীকে মারধর ও বাড়িঘরে হামলার অভিযোগ

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ার রহিমানগরে ক্রয়কৃত সম্পত্তির হিসাব বুঝিয়ে না দেয়ায় শালিশ বৈঠকের আয়োজন করায় ক্ষিপ্ত হয়ে দিদার আলম (৪০) নামে এক ব্যবসায়ীকে মারধর করে, বাড়ি-ঘরে হামলা ও ব্যাপক ভাংচুর অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার খিলা গ্রামে হামলা ভাংচুরের এ ঘটনা ঘটে।

খিলা গ্রামের অধিবাসী তিতু মিযার ছেলে গুরুতর আহত ব্যবসায়ী মো. দিদার আলম বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি রয়েছেন। তিনি ঢাকার জুরাইন এলাকায় ইসলামী ক্যাসেকিক লি. এর এমডি। এ ঘটনায় হামলাম শিকার মো. দিদার আলম বাদী হয়ে কচুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

থানায় অভিযোগ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, খিলা গ্রামের ছফিউল্যা গংরা জমির মালিক দাবীদার দিদার আলমকে কাগজপত্র বুঝিয়ে না দেয়ায় শনিবার বিকালে রহিমানগর বাজারে শালিশ বৈঠকের আয়োজন করে, এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন রাতে ছফিউল্যাহ গংরা- দিদার আলমের গৃহে এসে অর্তকিত হামলা চালিয়ে তাকে মারধর,গৃহ ভাংচুর, নগদ অর্থ ও মূল্যবান স্বর্ন-গহনা হাতিয়ে নিয়ে যায় এবং এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন। হামলাকারীরা এসময় দেশীয় অস্ত্র দিয়ে দিদার আলমের মাথায় ও শলীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

এ ব্যাপারে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআাই) মো. শাহজাহান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন,তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে অন্যদিকে অভিযুক্ত মো. ছফিউল্যাহ বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইলে বার বার চেষ্টা করে তিনি ফোন রিসিব না করায় তার বক্তব্য নেয়া যায়নি।

একই রকম খবর

Leave a Comment